মায়ের কান্না
কান্নার রোল পড়েছে আজ সারা বাংলাদেশে,
 অশ্রুর বন্যায় মায়েদের বুক যায় ভেসে।
 শুধু কোটার দাবিতেই তো ছিল এই আন্দোলন,
 তবে একি হলো? কেন হলো এমন অঘটন?
 নিথর দেহে পড়ে আছে ঐ মায়ের বুকের ধন।
 মাতম করে কাঁদছে মা, কে থামাবে এই রোদন?
 সে কান্নায় কেঁপে উঠল বুঝি আল্লাহর আরশ,
 বিচার চাইছে মা মোনাজাতে বসে রাত্রি–দিবস।
 আকাশে বাতাসে গুঞ্জরিছে মায়েদের হাহাকার,
 মাত্র একটি কোটার দাবিতে ছিল এ কেমন বিচার?
 ঝরে গেল কত শত কোমলপ্রাণ,
 রক্তের স্রোতে ভেসে গেল আজ জীবনের জয়গান।
 নির্মমভাবে হত্যা করে আজ উল্লাসে যারা মগ্ন,
 আসবে সময় একদিন শোধ নেবে প্রকৃতি তখন।
 কেঁদো না মাগো, আর কেঁদো না বিদায় দাও এবার,
 অন্যায়ের বিরুদ্ধে লড়তে আমি আবার আসব ফিরে।
 ও ইতিহাস, তুমি সাক্ষী থেকো সর্বকালের হয়ে,
 উৎপীড়িত জনতার জন্য মানবতার উপমা লয়ে।
 জেনে নিয়ো সত্য, হে প্রজন্ম আমার ভবিষ্যতের,
 কেমনে হলো মৃত্যু এই শিক্ষার্থীদের।