ম্যানিলায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

দূতাবাসের সৌজন্যে

বিনম্র শ্রদ্ধায় এবং যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস। গত মঙ্গলবার সকালে বাংলাদেশ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতির পিতার সংগ্রামমুখর জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবার এবং ম্যানিলায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময়ে উপস্থিত সবাই কালো ব্যাজ পরিধান করেন।

সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠ করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিনের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা।

দূতালয়প্রধান মিজ সায়মা রাজ্জাকীর সঞ্চালনায় মুক্ত আলোচনা পর্বে উপস্থিত কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন এবং জাতীয় শোক দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। আলোচনা পর্ব শেষে জাতির পিতার গৌরবোজ্জ্বল কর্মময় জীবনের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং বাংলাদেশসহ সারা বিশ্বের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।