গোল্ডেন জুবিলি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন
বাংলাদেশ এবং কুয়েতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবিলি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান।
বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত-এর আয়োজনে এ টুর্নামেন্টে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের ১৪টি ক্রিকেট দল অংশ নেয়। গত রোববার (১২ মে) কুয়েতে খাইতান রাজধানী প্যালেস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েত ও বাহারাইনের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয়প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) মো. ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমদ আজিজ, ব্লো গাল্ফের কর্ণধার মোহাম্মদ সরওয়ার্দী (সারোয়ার), ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোর্শেদ, মির্জা সোহেল বেগ, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব টিমের নেতারাসহ বিভিন্ন কুয়েতপ্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতারা। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। স্পনসর আজীজ গ্রুপ অব কোম্পানি। শেষে রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামানকে দায়িত্ব শেষ হওয়ার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ-কুয়েতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করতে বাংলাদেশে দূতাবাস, কুয়েত কর্তৃক ২০২৪ সালজুড়ে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ‘গোল্ডেন জুবিলি কাপ ক্রিকেট টুর্নামেন্টের’ আয়োজন করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিদের ১৬টি দল নিয়ে প্রথম গঠন করা হয় বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত। তাদের আয়োজনে চলতে থাকে একের পর এক টুর্নামেন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালের ১৮ অক্টোবর মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট। ২০২০ সালের ডিসেম্বর মাসেই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। ২১ ফেব্রুয়ারি কাপ, ফেব্রুয়ারি কাপ, স্বাধীনতা কাপ, এশিয়ান লিগ, সামার লিগ। এসব টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশি ছাড়াও খেলায় অংশ নেয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের খেলোয়াড়।
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের নেতারা সুশৃঙ্খলভাবে দক্ষতার সঙ্গে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে কুয়েতে সবার কাছে বেশ সুনাম কুড়িয়েছেন। ভিনদেশিদের কাছেও বাংলাদেশের সুনাম বয়ে আনেন।
সংগঠনের নেতারা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। এতে কুয়েতপ্রবাসীদের কল্যাণে এবং কুয়েতে বাংলাদেশের সুনাম অর্জনে বর্তমান রাষ্ট্রদূতের বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রকাশ করেন। এ ছাড়া আরও প্রদর্শন করে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের। ভিডিওতে দেখা যায়, একসময় তারা প্রতি শুক্রবার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েক শ খেলোয়াড়ের সমাগমে আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ড পরিণত হতো বাংলাদেশিদের মিলনমেলায়।
মাঠঘাটতির কথা চিন্তা করে ২০২৩ সালে নতুন মাঠ বানাতে উদ্যোগ নেয় সংগঠনের নেতারা। কাজও শুরু করেন তাঁরা। এতেই বাধে বিপত্তি, হঠাৎ নেমে আসে এক কালো ছায়া। এক মহা বিপদের মধ্য দিয়ে পাড়ি দিতে হয় সংগঠনের নেতা-কর্মীদের। এই কালো ছায়ার থাবায় রেহাই পাননি সংগঠনের সহসভাপতি ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জামান, পিচ কিউরেটর আবুল কালাম। তাঁদের কুয়েত ত্যাগ করতে হয়। সে সময় যেখানে প্রতি শুক্রবার বাংলাদেশিসহ কয়েক হাজার খেলোয়াড়, বন্ধ হয়ে যায় বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মিলনমেলার। এ কালো থাবায় বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুরো অর্জনই হতাশায় ঢাকা পড়ে যায়। সেই হতাশাগ্রস্ত হৃদয়ে আবারও প্রাণ ফেরাতে অনুপ্রেরণা জোগান দেন রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান।
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত আরও কৃতজ্ঞতা প্রকাশ করছে কুয়েত বলদিয়া কর্তৃপক্ষের কাছে এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নেতাদের প্রতি। তাদের সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়াবে সংগঠনটি। পুরোদমে চালাবে তাদের কার্যক্রম। আর কুয়েতপ্রবাসী ক্রিকেটপ্রেমীদের আগের মতো উৎসাহ দিতে এবং আমাদের অর্জনকে বিশ্বদরবারে পৌঁছে দিতে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নেতারা সর্বদা পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের। প্রেস বিজ্ঞপ্তি
*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]