টরন্টোয় সংগীতশিল্পী নুরুল আলম লাল আর নেই
উত্তর আমেরিকার সংগীতশিল্পী এবং শিক্ষক নুরুল আলম লাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় গতকাল রোববার (২৮ এপ্রিল) বিকেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর খবরে কানাডার বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী সংগীতশিল্পী তামান্না আলম, দুই ছেলে কণ্ঠশিল্পী তানভীর আলম সজীব ও তবলাবাদক তানজীর আলম রাজীব, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশের বগুড়ার সন্তান নুরুল আলম বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় তিনি এবং স্ত্রী তামান্না আলম গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে গান গেয়ে মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষে অনুপ্রাণিত করেছেন।
নুরুল আলমের ১৯৯৮ সাল থেকে টরন্টোতে বসবাস শুরু করেন এবং সংগীত স্কুল ‘সঙ্গীতা’ প্রতিষ্ঠা করেন। প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চার বিকাশ করে নতুন প্রজন্মের কাছে বাংলা গানে পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে নিরলস পরিশ্রম করে যান।
শিল্পী নুরুল আলমের মৃত্যুতে কানাডার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।
প্রয়াত শিল্পী নুরুল আলমের জানাজা সোমবার (২৯ এপ্রিল) জোহরের নামাজের পর (বেলা ১টা ৪৫ মিনিট) স্কারবোরোর ৪৪১ নাগেট অ্যাভিনিউতে অবস্থিত নাগের মসজিদে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থাকবে। পরে পিকারিংয়ে তাঁকে দাফন করা হবে।