সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের (বিএমএস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ মে আয়োজিত এ সভায় বাংলাদেশি চিকিৎসকদের সাবেক, বর্তমান ও প্রতিষ্ঠাতা সদস্যরা অংশগ্রহণ করেন। সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি রেজা আলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তিনি সংগঠনকে একটি মর্যাদাপূর্ণ পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।

বিদায়ী কমিটির সভাপতি মীরজাহান মিয়া নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে নবনির্বাচিত সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তিনি সংগঠনের নির্বাচন কমিটির কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন।

বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ আমিন মুতাসিম চন্দন বিদায়ী কমিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক কর্মকাণ্ডের প্রতিবেদন তুলে ধরেন। এরপর বিদায়ী ও নতুন কমিটি এবং সদস্যদের প্রশ্নোত্তর পর্ব আয়োজিত হয়।

সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাইজুর রেজা নতুন কমিটি আয়োজিত বেশ কিছু কার্যক্রম, বাংলাদেশি চিকিৎসকদের নিয়ে কর্মশালা ও পরীক্ষার প্রস্তুতির কথা তুলে ধরেন। চলতি জুন মাসে বার্ষিক বনভোজনে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।