সিডনিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিডনির লাকেম্বায় এ সভার আয়োজন করে বিএনপি অস্ট্রেলিয়া এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির। এ সময় সিডনির স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা সভায় অংশগ্রহণ করে আলোচনা করেন। সভায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাঁর সুচিকিৎসার দাবিও জানান সভায় উপস্থিত ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন কমিটির আহ্ববায়ক মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।