অস্ট্রেলিয়ার সিডনিতে মহান বিজয় দিবস উদ্যাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ১৮ ডিসেম্বর সিডনির ব্ল্যাকটাউনে দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া।
আয়োজনে লাল-সবুজ পোশাকে সবান্ধব উপস্থিত হন সংগঠনের সদস্য প্রাক্তন ঢাবিয়ানরা; সঙ্গে যুক্ত হন প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনি কার্যালয়ের কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।
তারপর বিশেষ সম্মাননা দেওয়া হয় সিডনিপ্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নাট্যব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। খেলায় প্রাক্তন ঢাবিয়ানরা লাল ও সবুজ এই দুই দলে বিভক্ত হয়ে ১৫ ওভারের ক্রিকেট ম্যাচে অংশ নেন। দর্শকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১ রানে জয়ী হয় সবুজ দল।
খেলা শেষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। নবনির্বাচিত সভাপতি কামরুল মান্নান আকাশ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে সাদর আমন্ত্রণ জানান।