মেলবোর্নে বাংলাদেশি পিঠা উৎসব অনুষ্ঠিত

উৎসবে আগত কামরুল হোসেন চৌধুরী এবং আমিনুল ইসলাম বুলবুলের (মাঝখানে) সঙ্গে অন্যরা
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে অনুষ্ঠিত হলো বাংলাদেশি শীতের পিঠা উৎসব। ২৩ জুলাই মেলবোর্নের সাউথ ইস্ট বাংলা স্কুল এই পিঠা উৎসবের আয়োজন করে। উৎসব প্রাঙ্গণে পিঠার স্টলগুলোতে বাংলাদেশের শীতকালীন ঐতিহ্যবাহী পিঠা যেমন পুলি, চিতই, ভাপা, নকশী, পাকন, পাটিসাপটা, কাঁটা, শামুক, ঝুড়ি, মালাই পিঠাসহ হরেক রকমের বাহারি স্বাদের পিঠার পসরা বসেছিল।

পিঠা উৎসবের একাংশ
ছবি: সংগৃহীত

উৎসব আয়োজনে আরও ছিল স্থানীয় বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, লালনগীতি, পল্লিগীতি, কবিতা আবৃত্তি, নৃত্য ও ফ্যাশন শো উপভোগ করেন উৎসবে আগত ব্যক্তিরা। উৎসবে স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মেলবোর্নের পরিচিত বাংলাদেশি মুখ কামরুল হোসেন চৌধুরী এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।

পিঠা উৎসবে আগত বাংলাদেশিদের একাংশ
ছবি: সংগৃহীত