মিল-অমিলের জীবন
এ কেমন বন্ধন হলো
জানেন অন্তর্যামী,
তোমার মতো তুমি চলো
আমার মতো আমি।
আমার যদি শীত লাগে
তোমার লাগে গরম,
আমার চাই শক্ত বালিশ
তোমার চাই নরম।
আমার যদি ইচ্ছে করে
দিতে আদর পরম,
ঝটকা মেরে যাও যে দূরে
তোমার লাগে শরম।
আমি যদি বাঁয়ে চলি
তুমি চলো ডানে,
রোদ আমার লাগলে ভালো
বৃষ্টি তোমায় টানে।
ঘুরতে আমার ভালো লাগে
মিশতে জনে জনে,
তুমি শুধু পড়ে থাকো
ঘরের কোণে কোণে।
আমার যেমন ভালো লাগে
সাগর, পাহাড়, নদী,
তোমার আরাম ঠান্ডা ঘরে
একটু ঘুমাও যদি।
জোছনা রাতে চাঁদের আলো
আমার লাগে ভালো,
তুমি ঘরে গল্প পড়ো
জ্বালাও মোমের আলো।
সাদা-কালো চাইলে তুমি
আমি শুভ্র নীল,
কিছুতেই তোমার আমার
হয় না অন্ত্যমিল।
মিল-অমিলের এই তো জীবন
করছি সব আড়াল।
এমন করেই যাচ্ছে সময়
বইছে সমান্তরাল।