‘নাছোড়বান্দা কারণ’

অলংকরণ: মাসুক হেলাল

যখনই মনে হয়
তোমাকে মনে করার কোনো কারণ নেই,
তখনই নাছোড়বান্দা কারণগুলো
একসাথে এসে হাজির মনের চারপাশে।
মৌমাছির গুঞ্জনের মতো ভনভন করে,
গুনগুন করে গুনগুনায় সব বলা না বলা কথা।
দুঃখ-সুখের মুহূর্তরা চিৎকার করে জানতে চায়,
কেন ভুলতে হবে তাকে?
কেন অবসান হবে নির্দোষ ক্ষণগুলোর?
কোন দোষে ভঙ্গ হবে তোমার–আমার স্মৃতির ভেলা?
কেন সাঙ্গ হবে কষ্টে গড়া আমাদের এ প্রাণের মেলা?
আমি বলি, সবই আমার দায়?
শুধু আমিই কেন মনে করব?
সে তো করে না!
কারণগুলো সব একসাথে খিলখিলিয়ে হাসে।
বলে; ওরে বুদ্ধু, সে যদি তোমায় মনেই না করে,
তবে কেমন করে তোমার এত তাকেই মনে পড়ে?