বার্লিনে জাতীয় শোক দিবস পালন
জার্মানির রাজধানী বার্লিনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জার্মানির বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ১৫ আগস্ট সকালে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্থানীয় পাঁচতারা হোটেল ভাল্ডফ অ্যাস্টোরিয়ার মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বার্লিনে জাতীয় শোক দিবসের এ আয়োজনে জার্মানির বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশের বন্ধু কয়েকজন বিশিষ্ট জার্মান নাগরিক অংশগ্রহণ করেন।
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও জার্মানির জাতীয় সঙ্গীত পরিবেশনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্য সব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রদূতের বক্তব্যর পর লেখক সাংবাদিক সরাফ আহমেদের রচিত ‘১৫ আগস্টের হত্যাযজ্ঞ: প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন’ বইটি থেকে খানিকটা অংশ পড়ে শোনান।
এ ছাড়া অলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু আর তাঁর জীবন নিয়ে বক্তব্য দেন গোলাম আবু জাকারিয়া, অধ্যাপক বিয়ার ভল্ফ, মিজানুর খান, মোবারক আলী ভূঁইয়া, আজহার হোসেন, নুরজাহান খান নুরি, হাবিবুর রহমান, মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল, খান সাবরা, জাহিদুল ইসলাম পুলক প্রমুখ।