নিউইয়র্কে দিনাজপুর জেলা সমিতির বনভোজন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দিনাজপুর জেলা সমিতির জমজমাট বনভোজনে প্রবাসীদের ঢল নেমেছিল। ৬ আগস্ট নিউইয়র্কের স্লিপি হ্যালোর কিংসল্যান্ড পয়েন্ট পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। এবার দিনব্যাপী এ বনভোজনে ছিল শিশু-কিশোর ও নারী-পুরুষদের জন্য নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাটসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্য থেকে দিনাজপুরের প্রবাসীরা বনভোজনে আসেন।
সমিতির সাধারণ সম্পাদক আবদুর রশিদের সঞ্চালনায় এবারের বনভোজনে প্রধান অতিথির বক্তব্য দেন কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের সিইও মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের গ্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশের অভিনয়শিল্পী আহমেদ শরীফ।
দিনাজপুর জেলা সমিতির সভাপতি মোহা. মোশাররফ হোসেন বলেন, ‘আজকের এ আয়োজন শুধু বনভোজন নয়, এটি আমাদের বার্ষিক মিলনমেলা। এ দিনের জন্য আমরা একটি বছর ধরে অপেক্ষা করে থাকি। এ আয়োজনের নেপথ্যে বেশ কিছু তরুণ ও যুবক দুই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁরা প্রতিবছরই আমাদের জন্য একই সেবা দিয়ে আসছেন।’ বনভোজনে আসা সব অতিথিসহ নেপথ্যের কারিগরদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
বনভোজন কমিটির আহ্বায়ক জাবেদ চৌধুরী ভুট্টু বলেন, ‘এবারের বনভোজনে দিনাজপুরের প্রবাসীদের উপস্থিতি আমরা যে পরিমাণ আশা করেছিলাম, তার চেয়েও অতিথিদের সংখ্যা অনেক বেশি।’ তিনি আগত অতিথিসহ বনভোজনের সব পৃষ্ঠপোষককে ধন্যবাদ জানান।
বনভোজনে ছিল আকর্ষণীয় র্যাফল ড্র। প্রথম পুরস্কার হিসেবে নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকিট, দুটি বড় সাইজ টেলিভিশনসহ ১৫টি পুরস্কার প্রদান করা হয়।
শেষ পর্বে চিকিৎসক নারগিস রহমানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সোমা রহমান, আফজাল হোসেন, কৌশলী ইমা, নার্গিস রহমান, শাহনাজ আলম লিপি, মোহর খান, গোলাম মোস্তাফা, মামনুল রশিদ, রোজি, তাসকিন হকসহ আরও অনেকে।
এবারের বনভোজন উপলক্ষে ছাবেদ সাথীর সম্পাদনায় দিনাজপুরের ঐতিহ্য ও ইতিহাস–সংবলিত স্মরণিকা ‘পুনর্ভবা’ প্রকাশ করা হয়।