তোমার ফিরে আসা

অলংকরণ: মাসুক হেলাল

হারিয়ে গিয়েছিলে তুমি,
ভাবিনি, আবারও ফিরে আসবে—
যা ছিল আমার কল্পনারও বাইরে।
অথচ তোমার সেই ফিরে আসা—
আমাকে যতটা না আনন্দিত করেছে,
তার চেয়েও বহু গুণে মানসিক শক্তি জুগিয়েছে।
যেখানে অন্য কেউ কখনো
আমার জটিলতা বুঝতে পারেনি,
বা বোঝানোর চেষ্টাও করেনি—
সেই তুমি, কত সহজে
আমার কষ্টগুলো গুছিয়ে নাও নিজের ভেতরে।
তুমি দাও সহজ সমাধান,
দূর করে দাও ভারী চিন্তাগুলো—
আর আমি সুবোধ বালকের মতো
চুপচাপ শুনে যাই তোমার কথা।
এইভাবেই তুমি কি
আমার কষ্ট কিংবা সুখের
অংশীদার হয়ে থাকবে?
আর কিছুই চাই না তার চেয়ে বেশি।
থাকবে তো…আজীবন?