অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত হয়ে গেল দেশটিতে কর্তব্যরত বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন। গত ২৪ সেপ্টেম্বর অ্যাডিলেড কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ মেডিক্যাল সোসাইটিস অব অস্ট্রেলিয়া। সম্মেলনে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ক্রিস পিকটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মেডিক্যাল সংঘের সভাপতি ডা. মিশেল অ্যাচিসন।
সম্মেলনে দেশটিতে কর্তব্যরত শতাধিক বাংলাদেশি চিকিৎসক অংশগ্রহণ করেন। বাংলাদেশি চিকিৎসক ও তাঁদের পরিবারের জন্য এ সম্মেলন একটি পুনর্মিলনী প্রাঙ্গণ বলে মনে করেন আয়োজক সংগঠন বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়ার সভাপতি ডা. মো. ওয়াজিদ। ভবিষ্যতে আরও বড় আয়োজনের আশা করেন তিনি।