সিডনিতে প্রাক্তন ঢাবিয়ানদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে বিজয় উল্লাসে বার্ষিক বনভোজন আয়োজন করেছে দেশটিতে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। মহান বিজয় দিবস উদ্যাপনকে কেন্দ্র করে সম্প্রতি দেশটির বিখ্যাত অলিম্পিক পার্কসংলগ্ন টুইন শেডস সেইলসে দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়। আয়োজনে সিডনিসহ ক্যানবেরা, মেলবোর্ন ও অন্যান্য শহর থেকে শতাধিক প্রাক্তন ঢাবিয়ান সপরিবার অংশগ্রহণ করেন বার্ষিক বনভোজনে। ‘এসো মিলি বিজয়ের উল্লাসে, প্রাণের উচ্ছ্বাসে’ স্লোগানে অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া।
মহান বিজয় দিবস উদ্যাপন ও বনভোজনের শুরু হয় সকালে প্রাতরাশ ও চা পরিবেশনের মধ্য দিয়ে। এরপর দুই দেশের জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে কয়েক পর্বে সাজানো আয়োজনের সূচনা হয়। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন ও শিশু-কিশোরদের মাধ্যমে লাল-সবুজ বেলুন আকাশে উড়িয়ে বিজয় দিবস উদ্যাপন করা হয়।
দুপুর নাগাদ শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। আয়োজনে ছিল চকলেট দৌড়, বস্তা দৌড়, দড়ি লাফ, বালিশ খেলা, দড়ি টানাটানি ও ভিন্নধর্মী কপালে টিপ পরানো প্রতিযোগিতা। এরপর বাহারি দেশি খাবারে হয় মধ্যাহ্নভোজ। পাশাপাশি স্মৃতিচারণা, শখের গান, কবিতা ও কৌতুক পরিবেশিত হয়। এরপর ‘সোনালি দিন’ শীর্ষক একটি সঙ্গীতানুষ্ঠান পরিচালিত হয়। র্যাফেল ড্র, মালাই চা, ঝালমুড়ি, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি হয় বনভোজনের।
সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ অ্যালামনাই ও অতিথিদের বিজয় দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।