ম্যানিলায় শহীদ দিবস পালন
মহান একুশের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ম্যানিলার বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন।
এরপর সকাল সাড়ে ১০টায় দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের এ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ’৫২–এর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও ভাষা আন্দোলন’ প্রচারিত হয়। এরপর এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা কবিতা আবৃত্তি করেন। সবশেষ শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি