সিডনিতে ক্যানসার তহবিলে অর্থ সংগ্রহে বিশেষ উদ্যোগ

অনুষ্ঠানের একাংশ
।ছবি: উদয়ের সৌজন্যে

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যানসার গবেষণার জন্য তহবিল সংগ্রহ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ‘মর্নিং টি’ আয়োজিত হয়েছে। গত রোববার (১৭ আগস্ট) সিডনির আরমিংটন কমিউনিটি সেন্টারে বাংলাদেশি সংগঠন উদয়-এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

ক্যানসার কাউন্সিলের জন্য অর্থ সংগ্রহে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। উদয় জানিয়েছে, সংগৃহীত তহবিল সম্পূর্ণরূপে ক্যানসার কাউন্সিলের গবেষণা ও রোগীর সেবার কাজে ব্যবহৃত হবে।