মাহে রমজান

ফাইল ছবি

সাহ্‌রি করার সময় এল
বুঝি রাত্রি পোহায়ে যায়,
শোনো কাসিদা গাইছে রাস্তায় ওরা
ঘুম থেকে জাগাতে তোমায়।
ছেড়ে দাও ওই উষ্ণ শয্যা তুমি
জাগো ওরে মোমিন মুসলমান,
রহমতের মাস বরকতের মাস
এসেছে দেখো মাহে রমজান।
কায়েম করো ইবাদত আজ
শক্ত করো ইমান তোমার,
পবিত্র মনে রোজা রেখে তুমি
সিজদা করো আল্লাহর দরবার।
দোয়া চেয়ে নাও আজ তাঁর কাছে
যেন রাখেন তিনি সৎপথে,
গরিব দুঃখীকে জাকাত দিতে
যেন কুণ্ঠিত না হও কোনোমতে।
তিরিশ দিনে তিরিশ রোজা,
তিরিশ সিপারা আল্লাহর দান,
আদায় করে নামাজ–রোজা
বেশি করে আজ পড়ো কোরআন।
সারা দিনের রোজার শেষে
ইফতার করো সবার সাথে,
শুকরানা জানিয়ে তাঁকে
নামাজ পড়ো এক জামাতে।
মোনাজাতে আকুল হয়ে কেঁদে
মিনতি করো শুধু তাঁর কাছে,
বিলীন হোক সকল বালামুসিবত
কোনোদিন আর যেন সে ফিরে না আসে।
ইয়া আল্লাহ,
যে প্রিয়জন চলে গেছে আজ
রেখো তাদেরে হেফাজতে
মাফ করে দিয়ে সকল গুনাহ
জায়গা দিয়ো জান্নাতুল ফেরদৌসে।
হে দয়াময় তুমি রহম করো
হালাল রিজিকে বুলন্দ করো।
নেক হায়াতে সমৃদ্ধ করো,
ন্যায়ের পথে চালিত করো।
রোজা রাখার তৌফিক পেয়ে
ঋদ্ধ হোক আজ বান্দা তোমার,
দীন-দুনিয়ার নেয়ামতে
পাই যেন মোরা তোমার দিদার।
সকল স্তরে তোমার দানে
শুকরিয়া আদায় মনেপ্রাণে,
মোবারকবাদ জানাই সবে
সিয়ামের এই মাহে রমজানে।