চীনে গোল্ডেন স্যান্ড ফ্রেন্ডশিপ পুরস্কার পেলেন বাংলাদেশের মো. আলতাব হোসেন

পুরস্কার নিচ্ছেন বাংলাদেশি মো. আলতাব হোসেনছবি: মো. আলতাব হোসেনের সৌজন্য পাওয়া

চীনের গোল্ডেন স্যান্ড ফ্রেন্ডশিপ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি মো. আলতাব হোসেন। গত ২১ আগস্ট চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু শহরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো. আলতাব হোসেনকে চেংদু মিউনিসিপ্যাল সরকারের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতি ৩ বছর পর দেওয়া হয় এ পুরস্কার। আবেদন, যাচাইপ্রক্রিয়া ও পুরস্কার গ্রহণের জন্য প্রায় এক বছর সময় লাগে। এবার মনোনীত ৮ জনের মধ্যে মো. আলতাব হোসেন ছাড়াও ছিলেন আমেরিকান, ব্রিটিশ, সুইজারল্যান্ড, জার্মানি, ডাচ, ফিনল্যান্ড ও জাপানিজ নাগরিকেরা।

মো. আলতাব হোসেন ১৯৮৭ সালে বাংলাদেশের পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে তৃতীয় বছরে অধ্যয়নরত অবস্থায় ২০০৮ সালে ক্রেডিট ট্রান্সফার সুবিধায় চীনে পড়াশোনা করতে যান। অধ্যয়ন শেষে ওয়ালটন গ্রুপে গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। পরে আর উচ্চতর শিক্ষার জন্য চীনে যান। সেখানে ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না থেকে মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল প্রোগ্রাম সম্পন্ন করেন। বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স ও জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সর্বশেষ তিনি ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না থেকে সেরা পোস্টডক্টরাল ফেলো পুরস্কার গ্রহণ করেন।

পেশাগত জীবনে মো. আলতাব হোসেন ওয়ালটন গ্রুপের চায়না শাখার প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চীনের চেংদু বিশ্ববিদ্যালয়ে উচ্চতর বৈদেশিক বিশেষজ্ঞ এবং ডিজিটাল উদ্ভাবনী ল্যাবের পরিচালক হিসেবে কর্মরত।

*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]