উচিটায় বর্ণিল পয়লা বৈশাখ

যুক্তরাষ্ট্রের কানসাসের উচিটায় বর্ণিল পয়লা বৈশাখকে স্বাগত জানিয়ে অন্য রকম নববর্ষের অয়োজন করা হয়। ১৪ এপ্রিল সবুজে ঘেরা ওক ক্রিক এলাকায় মনোরম পরিবেশে অন্য রকম আবহে পুরো দিন ছোট-বড় সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন।

প্রথমবারের মতো পয়লা বৈশাখ-২০২৪ উদ্‌যাপন পরিষদ আয়োজিত এ আয়োজন সত্যিই বাঙালির প্রাণের উৎসবে ছোঁয়া পেয়েছিল। নানা ব্যস্ততার মধ্যেও নানা রঙের শাড়ি পরে বাঙালি বধূর সাজে দিনভর যে যাঁর মতো করে ঝোপঝাড়ে সবুজের মাঝে লাল শাড়ি যেন বাংলা মাকে কাছে টানার অতৃপ্ত স্বাদ পেয়েছিলেন। সবার হাতে থাকা মুঠোফোনে হাজারো সেলফি তোলার ধুম পড়ে যায়। এদিকে সুকুমার দাশ পরিবার নিয়ে বাংলাদেশ থেকে নিজের মেয়ে কাবেরীকে দেখতে এসে যেন একখণ্ড বাংলাদেশ দেখতে পেলেন। উচিটা শহরের বাংলাদেশি কমিউনিটির সবার সঙ্গে একযোগে এই লাল-সবুজের অনুষ্ঠান সবাইকে যারপরনাই আনন্দ দিয়েছে।

আয়োজক প্রকৌশলী বিদ্যুত দে, প্রকৌশলী রুপেন দে, প্রকৌশলী শুভেচ্ছা চক্রবর্তীর অক্লান্ত পরিশ্রমে এ সুন্দর আয়োজনের জন্য অনুষ্ঠানে আগত সবাই তৃপ্তি পেয়েছেন। ভবিষ্যতে আরও সুন্দর আয়োজনের প্রত্যাশা করেন সবাই।