সিডনির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ১২ মে
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। আগামীকাল রোববার (১২ মে) সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে বেলা ১টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। এর আগে দীর্ঘ ১৫ বছর এ মেলার আয়োজন করা হয়েছে দেশটির বিখ্যাত সিডনি অলিম্পিক পার্কে। এবারের আয়োজনের মূল আকর্ষণে থাকছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও ব্যান্ড দল দলছুটের উপস্থিতি। এ ছাড়া মেলার ঐতিহ্যের অংশ হিসেবে থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আর দেশীয় খাবার ও পণ্যের বিভিন্ন স্টল। প্রতিবারের মতো এবারও থাকছে জমকালো আতশবাজির আয়োজন।
দীর্ঘ ২৮ বছরের ধারাবাহিকতায় এবারের বৈশাখী মেলারও আয়োজন করেছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া। বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলায় সিডনিবাসী বাঙালিদের সবান্ধব আসার আমন্ত্রণ জানিয়ে আয়োজক সংগঠনের সভাপতি শেখ শামীমুল হক বলেন, ‘আমাদের গ্রামবাংলার ঐতিহ্য দীর্ঘ বছর ধরে রেখেছি এই বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে, এবারও তাঁর ব্যতিক্রম নয়। সবাই উপভোগ করবেন আশা করি।’