ক্যানসাসে জাঁকজমকপূর্ণ দুর্গাপূজা

যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যর ক্যানসাস সিটি ও উচিটা শহরের পাশে এনডোভার কমিউনিটি সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়েছে।

শারদীয় দুর্গাপূজায় দেবী দুর্গাকে বরণ, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, সিঁদুরখেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ক্যানসাসে বাঙালিদের সর্বজনীন এ উৎসবে সবার অংশগ্রহণে দুর্গাদেবীকে বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়।

রোববার সকাল থেকে ভিড় লক্ষ করা গেছে। ভোরের আলোয় সনাতন ধর্মাবলম্বীদের আনাগোনায় এনডোভার কমিউনিটি সেন্টার আলোকিত হয়ে ওঠে। যে যার মতো আনন্দে মেতে ওঠে। কেউবা দেবীর আরতি শেষে নিজেদের মধ্যে কুশলবিনিময় সেরে নেন।

অনেকে সিঁদুরখেলায় মেতে ওঠেন। অনুষ্ঠানের এক কোনায় নতুন প্রজন্মের স্কুলপড়ুয়া তরুণ-তরুণীদের মধ্যে উৎসবের ভিন্নতা লক্ষ করা গেছে।

৪ বছর বয়সের রোহান আঢ্য মিসিসিপি থেকে উচিটায় এসেছে মা–বাবার সঙ্গে। শিশুটি বায়না ধরেছে, নিজের ক্যামেরায় দুর্গাদেবীর ছবি তুলবে। তাকে মনোযোগসহ ছবি তুলতে দেখা যায়। নানা পদের মুখরোচক খাবারের মধ্যাহ্নভোজ ছিল।

জমকালো এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রকৌশলী রূপণকান্তি দেব জানান, ধর্ম যার যার, উৎসব সবার। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সবার জন্য মঙ্গল বয়ে আনুক।

ব্যবস্থাপনায় থাকা প্রশান্ত বলেন, উচিটা ছাড়াও আশপাশের শহরগুলো থেকে ভক্তদের আগমনে এবার অন্য রকম পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পেরে আনন্দিত।

ক্যানসাস সিটি থেকে সোমবার্তা মন্টু বলেন, অদিতি মুনশির কীর্তন সবার মন ছুঁয়ে গেল। এ ছাড়া শিল্পী ইমন চক্রবর্তী, রঞ্জনা মিত্রসহ অনেক তারকা শিল্পী গান ও সমবেত নৃত্য পরিবেশন করেছেন। সব মিলিয়ে ক্যানসাস সিটির ওভারল্যান্ড পার্কে অত্যন্ত জাঁকজমকপূর্ণ উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করা হয়েছে।