সিডনির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশিদের অংশগ্রহণ
অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’। আজ মঙ্গলবার (১১ জুলাই) সিডনির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে। এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশি ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাণিজ্যের এই প্রদর্শনীতে বাংলাদেশের পাটজাত দ্রব্য, পোশাক, গৃহসজ্জাসহ অন্য উৎপাদক প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রদর্শনী করছে। এই আয়োজনে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ২৯টি দেশের ব্যবসাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক প্রসারের উদ্দেশ্যে দেশটির সিডনি ও মেলবোর্নে অনুষ্ঠিত হয় এই বাণিজ্য মেলা।
আজ বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। এ সময় তাঁর সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান নির্বাহী মেরি কিন্সেলা ও সিডনির বাংলাদেশ কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন এবং হাইকমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।