স্বাধীন সাংবাদিকতা না থাকলে দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে রাতে সিআইডি পরিচয়ে তুলে নেওয়া এবং একই সঙ্গে পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব। গত বৃহস্পতিবার সংগঠনের সভাপতি জমির হোসেন ও সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে যে বিষয়টি সরাসরি জড়িত, সেটা হচ্ছে স্বাধীন সাংবাদিকতা।

স্বাধীন সাংবাদিকতা না থাকলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। গণমাধ্যমে প্রকাশিত কোনো সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে সরকারি প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে তার প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে তা করা হয়নি—যা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের স্বাধীনচেতা সাংবাদিকেরা এ ঘটনায় উদ্বিগ্ন। প্রবাসে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী গণমাধ্যমকর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ওপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।