অস্ট্রেলিয়ার মেলবোর্নে বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাতবার্ষিকী পালিত

আওয়ামী লীগের অস্ট্রেলিয়া মেলবোর্ন শাখার উদ্যোগে এক ভার্চ্যুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে গত শনিবার (১৭ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হক সবাইকে স্বাগত জানিয়ে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ, গত দুই মাসে (জুলাই–আগস্ট) শহীদসহ মহান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তথ্য ও গবেষণামূলক এ অনলাইন আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা ছাড়াও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকাণ্ড–পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি বিষয়ে এক গবেষণামূলক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া স্বাধীনতাবিরোধীদের চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করায় দেশের যে ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি সাধিত হয়েছে, তার ওপর আলোকপাত করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের ওপর দৃষ্টিপাত করেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আওয়ামী লীগে বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনাবিহীন অনুপ্রবেশকারীমুক্ত দল আশা করেন। এ ছাড়া গত দুই মাসে বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারের পতনের কারণ ও ভবিষ্যতে কীভাবে এ থেকে উত্তরণ করা যায় এবং আওয়ামী লীগকে হাইব্রিড ও দুর্নীতিবাজমুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়।

ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি সিরাজুল হক, মেলবোর্ন আওয়ামী লীগের উপদেষ্টা, জ্বালানি–বিশেষজ্ঞ, কনসালট্যান্ট ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার সালেক সুফি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি মশিউর মালেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রশীদা হক, জাগো বাংলার সম্পাদক মাসুম কবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক হাসনাইন রুবেল, গবেষক রাশেদ রাফী, সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব মাখলাকুর রহমান, মেলবোর্ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ চৌধুরী, মেলবোর্ন আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম, গোলাম রহমান চৌধুরী, মো. হৃদয়, মিজান চৌধুরী, মো. সালেহীন, শহীদুর রহমান, সিরাজুম মনিরা, জাহিদ হাছান, অনিরুদ্ধ বসাক, মেহেদী সরকার, মতলব (দ.) ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিরাজ সরকারসহ আরও অনেকে।

এরপর অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহীদ, ২১ আগস্ট গ্রেনেড হামলার সব শহীদ এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের জন্য প্রাণ দেওয়া সব শহীদের জন্যে দোয়া করা হয়।

** দূর পরবাসে ছবি, লেখা ও ভিডিও পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]