বঙ্গবন্ধুর ভাষণ আগামী দিনের উন্নয়নের অনুপ্রেরণা, মিয়ানমারে ৭ মার্চ পালিত

ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় আজ বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪) ‘ঐতিহাসিক ৭ মার্চ’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও রাষ্ট্রদূতের বক্তব্য।

বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের শহীদ এবং সর্বোচ্চ আত্মত্যাগকারী নির্যাতিত নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তব্যে রাষ্ট্রদূত ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অন্তর্নিহিত তাৎপর্য ও আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর ভাষণকে জাতির জন্য মুক্তিযুদ্ধের প্রস্তুতির দিকনির্দেশনা, মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন এবং যুদ্ধকালীন দেশের অর্থনীতির রূপরেখা হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।