সিডনিতে বিশেষ সম্মাননা পেলেন আনিসুল হকসহ তিন বাংলাদেশি
অস্ট্রেলিয়ার সিডনিতে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার বিশেষ সম্মাননা পেলেন কথাসাহিত্যিক আনিসুল হক, সিডনির সংবাদমাধ্যম প্রভাতফেরির সম্পাদক শ্রাবন্তী কাজী আশরাফী ও একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নেহাল নেয়ামুল বারী। ৩ মার্চ সিডনির অ্যাশফিল্ড পার্কে অনুষ্ঠিত সিডনি বইমেলায় এ সম্মাননা দেওয়া হয়। বইমেলার আয়োজক একুশে একাডেমি অস্ট্রেলিয়া কর্তৃক ‘ভাষা দিবস সম্মাননা’ নামের সম্মাননা প্রদান করেন ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী।
সম্মাননা প্রদান অনুষ্ঠান নিয়ে সিডনির একুশে বইমেলার আয়োজক সংগঠন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি আবদুল মতিন বলেন, ‘সিডনিতে বইমেলা আয়োজনের ধারাবাহিকতার ২৫ বছর পূর্তি ছিল এবার। এই বিশেষ উপলক্ষে আমরা ভাষা দিবস সম্মাননা প্রদান করেছি। বাংলাদেশ থেকে আসা আমাদের আমন্ত্রিত অতিথি আনিসুল হক; বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ভাষা দিবস সম্মাননা দেওয়া হয়েছে তাঁকে।’
আবদুল মতিন আরও বলেন, এবারের সিডনির বইমেলার প্রধান পৃষ্ঠপোষক প্রভাতফেরির সম্পাদক শ্রাবন্তী কাজী আশরাফীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। শ্রাবন্তী কাজী শুধু এবারই পৃষ্ঠপোষকতা করেছেন, এমন নয়; তিনি এবং তাঁর প্রতিষ্ঠান সুযোগ পেলেই বাংলাদেশি যেকোনো অনুষ্ঠানকে সহযোগিতা করেন সব সময়। বইমেলা আয়োজনের পথচলা শুরু যাঁর হাত ধরে, তিনি সিডনিপ্রবাসী বাংলাদেশি নেহাল নেয়ামুল বারী। তাঁকে ভাষা দিবস আজীবন সম্মাননা প্রদান করা হয়।