ম্যানচেস্টারে কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজ
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ সহকারী হাইকমিশন ম্যানচেস্টার, বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে অত্যন্ত জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করে।
গত ২৬ মার্চ পবিত্র রমজান মাস থাকায় অনুষ্ঠানটি ৯ এপ্রিলে উদ্যাপন করা হয়। ম্যানচেস্টার পিকাডেলির লন্ডন রোডে অবস্থিত ম্যারিয়ট হোটেলের ভিআইপি হলের এ অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান চিত্র অত্যন্ত সাবলীলভাবে প্রদর্শন করা হয়।
বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন ও তাঁর সহধর্মিণী নুপুর সরকার দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। মোহাম্মদ জোবায়েদ হোসেন বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট এবং হাই শেরিফ ইমন ও নীল, ডেপুটি লেফটেন্যান্ট মোজাহিদ খান, লিডসের লর্ড মেয়র এবং আরও কয়েকটি শহরের মেয়র ও কাউন্সিলরকে সঙ্গে নিয়ে কেক কাটেন।
হাইকমিশনার তাঁর বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের চলমান বন্ধুত্ব সম্পর্ক নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এ সম্পর্ক দীর্ঘজীবী হওয়ার আশা ব্যক্ত করে বাংলাদেশের চলমান উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আগত সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানান।
‘দূর পরবাস’–এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
গ্রেটার ম্যানচেস্টারে অবস্থানরত ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক, বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতা, গণমাধ্যমকর্মীসহ ম্যানচেস্টার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন শহরের কাউন্সিলরসহ উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকেরা অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চার্জ দ্য আ্যফেয়ার আবু সালেহ মোহাম্মদ মুছা। আগত অতিথিদের ম্যানচেস্টার সহকারী হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশি পণ্যসংবলিত একটি উপহার প্রদান করেন। শেষে অতিথিদের জন্য ছিল নৈশভোজের আয়োজন।