মিশিগানে সাকিব আল হাসান, ভক্তদের সঙ্গে মনোরম এক সন্ধ্যা

মিশিগানে সাকিব আল হাসানছবি: লেখকের পাঠানো

যুক্তরাষ্ট্রের মিশিগানে এক সংক্ষিপ্ত সফরে এসেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর আগমনে মিশিগানপ্রবাসী সাকিব–ভক্তরা তাঁকে একনজর দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে ওঠেন। সাকিবের আগমনে ভক্তরা এক মনোরম সন্ধ্যা কাটান তাঁর সঙ্গে। জানা গেছে, মিশিগান টাইগার্সের আমন্ত্রণে ৭ জুলাই স্থানীয় একটি ব্যাঙ্কুইট হলে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মিশিগান টাইগার্সের আফসার হোসেন, কোচ সাঈদ আহমেদ, মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশানের সভাপতি তায়িফ আহমেদ, গ্লোবাল স্পোর্টসের প্রেসিডেন্ট শহীদ আহমেদসহ আরও অনেকে।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সাকিব আল হাসান বলেন, ‘আমি মিশিগান এসে খুবই আনন্দিত, আমি খুব শিগগির আপনাদের মাঠে খেলব, যদি এবার সম্ভব না হয় তবে আগামী বছর মিশিগানের মাঠে অবশ্যই খেলব। উপস্থিত ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব আল হাসান। সাকিব–ভক্তরা সাকিবের সঙ্গে ছবি তোলেন, কথা বলেন, ব্যাটে, বলে, শার্টে সাকিবের অটোগ্রাফ নেন।

অনুষ্ঠানে উপস্থিত সাকিব–ভক্তরা জানান, এ এক বিরল প্রাপ্তি, সাকিব আল হাসানের মতো একজন বিশ্ববরেণ্য অলরাউন্ডারের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মিশিগান টাইগার্সকে ধন্যবাদ জানান। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।