ইসলামাবাদে মহান বিজয় দিবস উদ্‌যাপন

ছবি: দূতাবাসের সৌজন্য

বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ সোমবার (১৬ ডিসেম্বর) যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারী, প্রবাসী বাংলাদেশিরা এবং তাঁদের পরিবার এ অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন। দূতাবাস প্রাঙ্গণ বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয়।  

ছবি: দূতাবাসের সৌজন্য

সকালে হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে অন্যদের মধ্যে উপহাইকমিশনার মো. আমিনুল ইসলাম খান তাঁর বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

ছবি: দূতাবাসের সৌজন্য

মহান বিজয় দিবস উপলক্ষে দূতালয় প্রাঙ্গণে শিশু-কিশোরসহ সবার অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আকর্ষণীয় পুরস্কার বিতরণ এবং অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সমাপ্ত করা হয়। বিজ্ঞপ্তি