জার্মানিতে শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

জার্মানিতে অনুষ্ঠিত পুনর্মিলনীতে শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরা
ছবি: সংগৃহীত

জার্মানিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের বড় মিলনমেলা ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ৩ ও ৪ জুন সাস্টিয়ান ডি-ইর উদ্যোগে জার্মানিতে তৃতীয়বারের মতো এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আল্পস পর্বতের কোল ঘেঁষে অবস্থিত দক্ষিণ জার্মানির বাডেন-ভুটেমবার্গ স্টেটের স্টুটগার্ট শহরে এই মিলনমেলার আয়োজন করা হয়। এতে জার্মানির বিভিন্ন প্রান্তে বসবাসরত দেড় শতাধিক প্রাক্তন সাস্টিয়ান তাঁদের পরিবার নিয়ে অংশ নেন। ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথিদের আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

৩ জুন দুপুরে সাস্টিয়ান জার্মানির বর্তমান প্রেসিডেন্ট হাফিজ খানের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এবারের পুনর্মিলনী। এরপর মধ্যাহ্নভোজে দেশীয় খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাস্টিয়ান ডি-ইর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র নিধুলাল বণিক। বর্তমানে তিনি জার্মান ফেডারেল নিউক্লিয়ার ওয়েস্ট প্রতিষ্ঠানের একজন পরমাণুবিজ্ঞানী হিসেবে কর্মরত।

নিধুলাল বণিক বলেন, দুই দিনব্যাপী সাস্টিয়ানদের মিলনমেলায় সব কাজ ভুলে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন এক অনাবিল আনন্দে। এবারের মিলনমেলায় জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে আগত সাস্টিয়ানদের উপস্থিতির সংখ্যা গত দুবারের রেকর্ড ছাড়িয়ে গেছে।

অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বড়দের গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম দিনের অনুষ্ঠান শেষে সাস্টিয়ান জার্মানির নতুন কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি পদে মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক পদে রাজর্ষি রায় নির্বাচিত হন। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের আহ্বায়ক নিধুলাল বণিক।

সমাপনী বক্তব্যে নিধুলাল বণিক অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী বছর জার্মানির মিউনিখ শহরে আরও বড় পরিসরে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে সাস্টিয়ানদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।