শিক্ষক রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের শিক্ষাবিদদের

সাম্প্রদায়িক সহিংসতা, শিক্ষক নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে ছবি আঁকছেন শিল্পীরা। শাহবাগ, ঢাকা, ২৯ জুলাইছবি: প্রথম আলো

বাংলাদেশের সাম্প্রতিক সময়ে শিক্ষকদের ওপর বিভিন্ন হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডপ্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদেরা। এ জন্য তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন। দুই দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন বাংলাদেশি শিক্ষক এবং শিক্ষাবিদেরা প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর এ চিঠি পাঠিয়েছেন।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিক্ষকদের ওপর বিভিন্ন হামলার ঘটনায় শিক্ষকদের রক্ষার আবেদন জানিয়ে এ চিঠি লেখা হয়েছে। ২০২১ সালের অক্টোবরে দুর্গাপূজা উৎসবে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে শিক্ষকদের ওপর হামলা ও হত্যার ঘটনাকে সূত্র হিসেবে উল্লেখ করা হয় চিঠিতে। এসব ঘটনাকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের খেলাপি বলে মনে করেন শিক্ষাবিদেরা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পূর্ববর্তী হামলার জোরালো বিচার এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে শিক্ষকদের সুরক্ষার আবেদন জানান এ শিক্ষাবিদেরা।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সিডনি বিশ্ববিদ্যালয়, মোনাশ বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওটাগো বিশ্ববিদ্যালয়, ম্যাকওয়ারি বিশ্ববিদ্যালয়, চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহকারী অধ্যাপক, গবেষক স্বাক্ষর করেন। সবার পক্ষে চিঠি সম্পাদন করেন সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন সরকার।