রোমানিয়ায় জাতীয় শোক দিবস পালিত
যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে গত সোমবার রোমানিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৫ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রোমানিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী, অতিরিক্ত সচিব শেখ কৌশিক ইকবালসহ অন্যরা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী পাঠ করে শোনান হয়।
রোমানিয়াসহ প্রতিটি প্রবাসীকে বৈধভাবে দেশে টাকা পাঠানোর জন্য আহ্বান জানান রাষ্ট্রদূত।
এ সময় ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ও বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সদস্য আতিকুজ্জামান, ব্যবসায়ী মিজানুর মিঠু ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।