চুরি বিভ্রাট
এ কী বিস্ময় দেখ আজ ছাগলের কেরামতি,
কী করে যে আনল ডেকে চোরের অবনতি।
এক নয়, দুই নয়, চুরি হলো টাকা লাখ–কোটি,
ধরিয়ে দিলেন ছাগল মশাই এ কী অনাসৃষ্টি!
আহা ঈদের আনন্দ যে আজ সবটাই হলো পণ্ড,
পালানোর পথ খুঁজতে গিয়ে জীবন যে লণ্ডভণ্ড।
‘চোরের দশ দিন আর গৃহস্থের এক দিন’ ভাবেনি কখনো চোর,
কিন্তু গৃহস্থ (সরকার) যে এখানে নাক ডেকে ঘুমে বিভোর।
একদিকে হজ্জ পালন পবিত্র মক্কা শরিফে গিয়ে,
অন্যদিকে দুহাতে চুরি করে কনুই ডুবিয়ে।
ভেবেছিল গুনাহ যত মাফ হবে আল্লাহর রহমতে।
মাঝখানে ছাগল এসে ফেলে দিল এ কী বিড়ম্বনাতে!
হায়রে আমার অভাগা দেশের অভাগা মানুষ,
তোমাদের কষ্টের টাকায় দেখ কত অন্যায় ভোগবিলাস।
বিচার হবে না কোনো দিন এই অমানুষদের,
যদি না তোমরা ঝড় তোলো আজ প্রতিবাদের।
বারো লাখ টাকার ছাগল যেন আজ এক সম্রাট,
কোরবানি দিতে পারেনি কেউ হায়রে চুরি বিভ্রাট!
‘রাখে আল্লাহ মারে কে?’ ভাবে ছাগল মনে মনে,
টাকার ক্ষমতা যতই রাখুক মতিউর–লাকীর সন্তানে।