২০২৪ সালে কানাডা আন্তর্জাতিক ছাত্রের সংখ্যা কমাবে ৩৫ %

কানাডায় ২ বছর বিদেশি শিক্ষার্থী কম নেবেছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ছাত্ররা কানাডার সম্প্রদায়কে সমৃদ্ধ করেন এবং তাঁরা কানাডার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বছরগুলোয় আন্তর্জাতিক ছাত্র আসার ব্যবস্থাগুলো হুমকির মুখে পড়েছে। কিছু প্রতিষ্ঠান উল্লেখযোগ্যভাবে রাজস্ব বাড়ানোর জন্য ছাত্রদের সংখ্যা বাড়িয়েছে এবং তাঁদের গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই। কানাডায় আগত আন্তর্জাতিক ছাত্রদের সংখ্যা দ্রুত বৃদ্ধি আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সৃষ্টি করেছে। যেহেতু কানাডা আন্তর্জাতিক ছাত্রদের মান উন্নয়নে কাজ করে এবং টেকসই জনসংখ্যা বৃদ্ধিকে সমর্থন করে, তাই দেশটির সরকার কানাডায় আন্তর্জাতিক ছাত্রদের সংখ্যা স্থিতিশীল করার ব্যবস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে।

অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী মার্ক মিলার ঘোষণা করেছেন, কানাডা সরকার দুই বছরের জন্য নতুন এ পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, ২০২৪ সালে আনুমানিক ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী কানাডায় আসতে পারবেন, যেটি ২০২৩ সাল থেকে ৩৫ শতাংশ কম হবে। প্রদেশগুলোর ন্যায্যতার ভিত্তিকে কোন প্রদেশে কত ছাত্র আসবেন, তা নির্ধারণ করা হবে। যার ফলে যে প্রদেশগুলোয় আন্তর্জাতিক ছাত্রসংখ্যা সবচেয়ে বেশি অপরিকল্পিতভাবে বৃদ্ধি পেয়েছে, সেখানে হ্রাস পাবে।

তবে যাঁরা আগে কানাডায় এসেছেন, তাঁদের স্টাডি পারমিট নবায়ন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

এখানে উল্লেখ্য, যাঁরা স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে শুরু করেছেন বা ইতিমধ্যে শুরু করার অনুমোদন পেয়েছেন, তাঁরা এই বিধিনিষেধের মধ্যে পড়বেন না। এ নিয়মের মধ্যে ২২ জানুয়ারি পর্যন্ত যাঁরা স্টাডি পারমিটের জন্য আবেদন করেছেন, তাঁদের প্রত্যেকের নিজ নিজ প্রদেশ থেকে একটি প্রত্যয়নপত্র নিয়ে আগামী ৩১ মার্চের মধ্যে আবেদনপত্রের যথার্থতা প্রমাণের জন্য বাড়তি একটি নথি আবার জমা দিতে হবে।

লেখক: ড. নূর আলম, পোস্টডক্টরাল রিসার্চ ফেলো, ইউনিভার্সিটি অব নিউব্রান্সউইক, কানাডা