বাংলাদেশি গবেষকের চীনের বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থীর সম্মাননাসহ ডক্টরেট ডিগ্রি অর্জন
চীনের ফুজিয়ান অ্যাগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটি থেকে ‘ফরেস্ট্রি ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি গবেষক অজয় কান্তি মণ্ডল। তিনি ফুজিয়ান অ্যাগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির ‘ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং’ কলেজের লিগনোসেলুলোজ ডিভিশনে গবেষণা করেছেন। পিএইচডি পর্যায়ে তিনি লিগনিন থেকে ফাংশনাল হাইড্রোজেল তৈরি করে সেটি ডাই অ্যাডসরপশন, সেন্সর, সুপার ক্যাপাসিটরসহ অন্যান্য এনার্জি স্টোরেজ ডিভাইসের কাজে ব্যবহার করেছেন। এ ছাড়া তিনি পেপার মিলের অব্যবহৃত বর্জ্য থেকে ‘লিগনিন’ পৃথক করে পাইরোলোসিসের মাধ্যমে বায়োফুয়েল তৈরি করে ব্যবহার উপযোগী করেছেন। পিএইচডি চলাকালে তিনি বিভিন্ন আন্তর্জাতিক মানের Science Scopus Index (SCI) ভুক্ত খ্যাতিসম্পন্ন হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে মোট ১৬টি গবেষণাপত্র প্রকাশ করেন, যার মধ্যে ফার্স্ট অথর হিসেবে প্রকাশ করেন ৮টি গবেষণাপত্র।
অজয় কান্তি মণ্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে প্রথম শ্রেণিতে স্নাতক এবং ভৌত রসায়নে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ’-এ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগ দেন। তিনি ২০১৮ সালে চীন সরকারের স্কলারশিপ পান।
পিএইচডি চলাকালে অজয় কান্তি মণ্ডল একের পর সফলতা পান। গবেষণায় অসাধারণ সাফল্যের জন্য ২০২০ সালে তিনি চীনের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ‘আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেন। পাশাপাশি বহু ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করে পিএইচডি গবেষণার অংশ উপস্থাপন করে অজয় মণ্ডল পেয়েছেন এক্সিলেন্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড।