কোরিয়া–বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজানের প্রথম দিনে কোরিয়া–বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ার হানিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোয়ার হোসেন। কোরিয়ার বাংলাদেশি সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গতকাল রোববার (২ মার্চ) কোরিয়ার বিয়ংজমের আশিয়ান সেন্টারের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোরিয়া–বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হানিফ।

প্রধান অতিথির বক্তব্য মনোয়ার হোসেন বলেন, ‘যেকোনো দেশের জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জানামতে, এ সংগঠনের প্রত্যেক সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে। দক্ষিণ কোরিয়ায় শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশি সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন, তুলে ধরছেন প্রবাসীদের সমস্যা সম্ভাবনার দিকগুলো। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি কোরিয়ার গণমাধ্যমগুলোতেও বাংলাদেশি সাংবাদিকদের সম্পৃক্ত থাকলে আরও ভালো হবে বলে আমি মনে করি।’

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংবাদ প্রতিদিনের প্রতিনিধি সালেহ আহমেদ, মাহমুদুল হাসান ইজাজ (চ্যানেল টোয়েন্টিফোর), আল আমিন মৃধা (বাংলা ভিশন), মীর সজল, ফারুক হোসাইন, এম মনির হোসেন, যায়েদ হোসেন, আবির হোসাইন প্রমুখ। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যায়েদ হোসেন। বিজ্ঞপ্তি