বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট যেন বন্ধ না হয়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট বন্ধের গুঞ্জনে ক্ষুব্ধ যুক্তরাজ্য নর্থওয়েস্টের বাংলাদেশি প্রবাসীরা। ম্যানচেস্টার থেকে সিলেট রুটে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সপ্তাহে দুটি ‌ফ্লাইট পরিচালনা করছে। নর্থ ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার, বার্মিংহাম, স্কটল্যান্ডসহ এ অঞ্চলে প্রায় তিন লক্ষাধিক প্রবাসীর বাস। এই ফ্লাইটটি যেহেতু ম্যানচেস্টার থেকে সরাসরি ‌সিলেটে অবতরণ করে, তাই ট্রানজিটের ঝামেলা ছাড়াই অল্প সময়ে ‌সিলেটে পৌঁছানো যায়। এ জন্য এই অঞ্চলের যাত্রীদের সর্বাধিক পছন্দ বাংলাদেশ বিমানের এই ফ্লাইট। এ ফ্লাইট বন্ধ হয়ে গেলে এই অঞ্চলের যাত্রীদের ‌সমস্যায় পড়তে হবে, বিশেষ করে বয়স্ক ও অসুস্থ লোকদের।

এ ব্যাপারে বাংলাদেশ বিমানের গ্রেটার ম্যানচেস্টারের এজেন্ট নূরুল আলী বলেন, আগামী মধ্য এপ্রিল পর্যন্ত এ রুটের সব টিকিট বিক্রি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ বিমান এপ্রিলের ২৭ তারিখের পর থেকে আর কোনো বুকিং নিচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে, এই রুটটি হয়তো আবারও বন্ধ করার পাঁয়তারা চলছে।

এই ফ্লাইটটি যাতে বন্ধ না করা হয়, তার জন্য নর্থওয়েস্টের বিভিন্ন সংগঠনের মাধ্যমে ক্ষুব্ধ প্রবাসীরা বিভিন্ন কর্মসূচিতে তাঁদের দাবি তুলে ধরেছেন। ইউকে এনআরবি ও নর্থওয়েস্ট বাসীর উদ্যোগে ২২ ডিসেম্বর ওল্ডহামের এম্পায়ার স্যুটে স্থানীয় সময় বেলা ১১টায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনটির ডিরেক্টর জুনেদ আহমদ ও ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দীন।

সমাবেশের আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা লোকমান আহমদ। এতে বক্তব্য দেন ওল্ডহাম কাউন্সিলের কাউন্সিলর ও ডেপুটি লিডার আব্দুল জব্বার, রসডেল কাউন্সিলের কাউন্সিলর ফারুক আহমদ, কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য দেন ফারুক আহমদ এমবিই, পিবিটিভি চেয়ারম্যান আফজাল রাব্বানী, শওকত আলী, আসকির বেগ, জাকি মোহাম্মদ টুটুল, আরজু, কেএলএম এয়ারলাইনসের ট্রাফিক কন্ট্রোলার মিলন বাচ্ছু, শুকুর আলী, নজমুল ইসলাম লিজু, আব্দুল মালিক প্রমুখ।

ইউকে এনআরবি সোসাইটির ডিরেক্টর জুনেদ আহমদ বলেন, ‘বাংলাদেশ বিমানের এই রুটের ফ্লাইটটি এর আগেও বেশ কয়েকবার বন্ধ করার চেষ্টা হয়েছে। শেষে গত তিন বছর আগে সপ্তাহে তিনটি ফ্লাইট নিয়ে ম্যানচেস্টার টু সিলেট রুট চালু হয়, বর্তমানে একটি ফ্লাইট কমিয়ে সপ্তাহে দুটি ‌ফ্লাইট চালু আছে। এ ফ্লাইটটি বন্ধ হয়ে গেলে এই অঞ্চলের যাত্রীদের ‌সমস্যায় পড়তে হবে। বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। আমরা আশা করব, বিমান নিয়ে কুচক্রী মহলের সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রবাসীদের কথা চিন্তায় রেখে ম্যানচেস্টারের ফ্লাইটটি বহাল রাখবেন।’

এ ব্যাপারে ম্যানচেস্টার বাংলাদেশ বিমানের ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

*দূর পরবাস-এ গল্প, ভ্রমণকাহিনি, ভিডিও, ছবি, লেখা ও নানা আয়োজনের গল্প পাঠান [email protected]