সিডনির ক্যাম্বেলটাউনে বইমেলা ২২ ফেব্রুয়ারি
অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বইমেলার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে আগামী ২২ ফেব্রুয়ারি ইঙ্গেলবার্ন হ্যালিন্যান পার্কে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই বইমেলা। বইমেলায় থাকছে বিভিন্ন ভাষার বইয়ের স্টল ও লেখক-পাঠক সমাবেশ। মেলার অন্য আয়োজনের মধ্যে আরও থাকছে ছোটদের ছবি আঁকার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি মেলার অংশ হিসেবে বসবে দেশীয় কারুপণ্য সামগ্রী, পোশাক এবং খাবারের স্টলও।
বইমেলায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে একটি আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাবিত রূপরেখা প্রদর্শনীরও আয়োজন রয়েছে। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের এলাকা যেমন মিন্টো, ইঙ্গেলবার্ন, ডেনহাম কোর্ট, গ্ল্যানফিল্ডসহ আরও এলাকায় বহু বাংলাদেশির বসবাস রয়েছে। এই বইমেলার আয়োজন করেছে সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্বেলটাউন এবং সহ–আয়োজক হিসেবে থাকছে এ-বি স্ট্রিট লাইব্রেরি এবং মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্ট।
এই আয়োজন নিয়ে সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্বেলটাউনের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বলেন, ‘এই বইমেলা শুধু এক সাহিত্যিক মেলা নয়; বরং একটি বহু সাংস্কৃতিক উৎসবও হবে এখানে। সিডনিতে অনেক দিন ধরে একুশে একাডেমির বইমেলা চলে আসছে। ওই পথ ধরেই বাংলাদেশি অধ্যুষিত এই এলাকায় আরেকটা শুরু করলাম, আপনারা আমন্ত্রিত।’