টানা ছুটিতে ঠাঁই নেই ইতালির পর্যটন কেন্দ্রগুলোয়

টানা দুই সপ্তাহের বেশি সময় ছুটি চলছে ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে। পাশাপাশি বছরের এ সময়ে ছুটি চলছে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। এতে দেশটির পর্যটন কেন্দ্রগুলোয় চলছে উপচে পড়া ভিড়। বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ব্যবসাপ্রতিষ্ঠানেও বৃদ্ধি পেয়েছে বিক্রি। এতে স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

গত দুই বছর করোনার কারণে বড়দিন ও নতুন বছরের উৎসব তেমন ভালোভাবে পালন করতে পারেননি ইতালির সাধারণ মানুষ। তবে এবার করোনার বিধিনিষেধ মুক্ত পরিবেশ ও অনুকূল আবহাওয়ায়, বড়দিন এবং খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ইতালিজুড়ে ছিল বাড়তি আয়োজন। দেশটির প্রতিটি পর্যটনকেন্দ্র ও ঐতিহাসিক শহরগুলোয় দেখা যাচ্ছে পর্যটকদের উপচে পড়া ভিড়। ছুটিতে ঘুরে বেড়াচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশিরাও। সেই সঙ্গে বিক্রিও বেড়েছে বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানে। এতে খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

ইতালিজুড়ে হাজারো ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। গ্রোসারি শপের বাইরে, প্রবাসীদের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে পর্যটনশিল্প কেন্দ্রিক এলাকায়। এ বছর কম শীত ও অনুকূল আবহাওয়ার জন্য ব্যবসায় ভালো লাভ হচ্ছে ইতালি প্রবাসী ব্যবসায়ীদের।

গত ২৪ ডিসেম্বর থেকে শুরু করে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত ইতালি ও ইউরোপের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে। সেই সঙ্গে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি চলছে এ সময়ে। তাই অধিক পর্যটকের আগমনে মুখর প্রতিটি পর্যটনকেন্দ্র। এতে স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও!