সিডনিতে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
অস্ট্রেলিয়ার সিডনিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’।
এ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধনকে কেন্দ্র করে গত রোববার (১৬ জুলাই) সিডনির রকডেলের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক মিলনমেলার আয়োজন করা হয়েছিল। দেশটিতে বসবাসরত ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। প্রথম আয়োজনে দেশটির সিডনিতে বসবাসরত ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ আয়োজনে ১৯৬৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা ছিলেন। আয়োজনে গল্প-আড্ডায় ১৯৬৫ সালের প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা আবদুল্লাহ তাঁর অধ্যয়নকালের নানান স্মৃতি তুলে ধরেন।
একই পর্বে ঢাকা কলেজের ছাত্রদের ভাষা, স্বাধীকার এবং অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার ইতিহাস তুলে ধরেন ১৯৬৮ সালের প্রাক্তন শিক্ষার্থী আলী কাজী।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে গান, আবৃত্তি পরিবেশন করা হয়। এতে সিডনির প্রথিতযশা শিল্পী সিরাজুস সালেকিন, মামুন হাসান খান, অনুপম গোস্বামী, আকম ফারুক ও অমিয়া মতিন গান করেন। আবৃত্তি করেন শাহীন শাহনেওয়াজ। সঞ্চালনায় ছিলেন পাভেল দেওয়ান।
আগামীতে আরও বড় আয়োজনের আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।