সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের বৈজ্ঞানিক সম্মেলন
সিডনির প্রাণকেন্দ্র ডার্লিং হারবারের আইসিসি কনভেনশন সেন্টারে ২৬ জুলাই অনুষ্ঠিত হলো নিউ সাউথ ওয়েলসের বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটির ১৩তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন। ‘স্টেথোস্কোপের সীমানা পেরিয়ে ভবিষ্যতের চিকিৎসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এ আয়োজন ছিল সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের এক অনন্য মিলনমেলা।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থেকে শুরু করে স্থূলতা, শ্বাসতন্ত্রের রোগ ও টেলিহেলথের মতো আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নানা দিক নিয়ে আলোচনা হয়। সিডনির বিভিন্ন হাসপাতালসহ অস্ট্রেলিয়ার প্রথম সারির বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরেন। মূল আলোচনায় উঠে আসে, কীভাবে প্রযুক্তি ও নতুন দৃষ্টিভঙ্গি প্রচলিত চিকিৎসাব্যবস্থাকে বদলে দিচ্ছে।
এবারের সম্মেলনটি কেবল একটি জ্ঞানচর্চার মঞ্চ ছিল না, এটি ছিল বাংলাদেশি চিকিৎসকদের পেশাগত অগ্রযাত্রার এক উদ্যাপন। বাংলাদেশ মেডিকেল সোসাইটির সভাপতি নাজমুন নাহার বলেন, ‘আমরা শুধু একটি ইভেন্ট করি না; আমরা একটি পেশাদার সম্প্রদায় গড়ে তুলি, যারা ভবিষ্যতের চিকিৎসাকে নেতৃত্ব দিতে চায়।’
প্রযুক্তি, পেশাদারত্ব ও মানবিকতার এই সমন্বয় আগামীর পথে চিকিৎসক সমাজকে নিঃসন্দেহে নতুন অনুপ্রেরণা জোগাবে, এমনটাই বলছেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি চিকিৎসকেরা।