সিডনিতে বাংলাদেশিদের জন্য স্বাস্থ্য সচেতনতা সেমিনার ১৬ সেপ্টেম্বর

সেমিনারের প্রচারপত্র
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের জন্য কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর সিডনির লাকেম্বা সিনিয়র সিটিজেনস সেন্টারে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হবে। জনস্বার্থে বিনা মূল্যে এ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আয়োজন করেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস।

সেমিনারে জনস্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বাংলায় আলোচনা করবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ সময় স্বাস্থ্য সম্পর্কিত একটি প্রশ্নোত্তর পর্বও পরিচালিত হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন আয়োজক সংগঠনের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক চিকিৎসক রোকেয়া ফকির কেয়া। চিকিৎসকদের পরিবারের বাইরে প্রথমবারের এই স্বাস্থ্য সচেতনতাভিত্তিক কার্যক্রম আয়োজন করছে সংগঠনটি। আয়োজনটিতে স্থানীয় বাংলাদেশিদের সবান্ধব অংশগ্রহণ করতে এবং আসন সংরক্ষণ করতে ইভেন্টব্রাইটের ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন।