সিডনিতে বাংলাদেশি বাণিজ্য সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত ও কোটামুক্ত রাখার সুবিধা অব্যাহত রাখা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই সিডনির কমনওয়েলথ পার্লামেন্টারি অফিসে এই বৈঠক আয়োজিত হয়েছিল। বৈঠকে দেশটির বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী, অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী টিম আয়ার্স এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান উপস্থিত ছিলেন।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ সত্ত্বেও অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন টিম আয়ার্স।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী টিম আয়ার্স বাংলাদেশকে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে অস্ট্রেলিয়ার উল ও কটন শিল্পের ক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

এ সময় হাইকমিশনার আল্লামা সিদ্দিকী বাংলাদেশের গত দশকে অভূতপূর্ব উন্নয়নের বিষয়টি তুলে ধরে তুলা, উল, এলএনজি, অর্থনৈতিক প্রযুক্তি, তথ্য প্রযুক্তি সম্পর্কিত সেবা এবং শিক্ষা ও দক্ষতা খাতে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগের বিষয়টি উপস্থাপন করেন।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান তাঁর বক্তব্যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের বিভিন্ন দিক তুলে ধরে ২০৩০ সালের মধ্যে বিজিএমইএ’র উপযুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যের বিষয়টি অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীকে অবহিত করেন।