উদ্যোক্তাদের পক্ষে তিশা তানিয়া জানান, ‘ফাগুন হাওয়া’ বরাবরই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে অস্ট্রেলিয়ার বুকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের বাংলাদেশি, যাদের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়, তাদের মধ্যে দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এবং দেশের প্রতি মমত্ববোধ তৈরি করতেই এ আয়োজন।

বসন্ত উৎসবে ‘নারী দিবস’ উপলক্ষে সিডনিতে বসবাসরত মিলি ইসলামকে সম্মাননা জানানো হয়। তিনি ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ইতিবাচক কাজ করে আসছেন এবং নারীদের সহযোগিতা করছেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল টি এম অ্যালায়েন্স মোটর গ্রুপ। অনুষ্ঠানের গোল্ড স্পনসর ছিল আফরিনা চৌধুরী। সিলভার স্পনসর ছিল ডিভাইন হোমস, পিআরডি ইংগেলবার্ন এবং সানিডে কেয়ার’স। স্পনসর ছিল ইএসআই গ্লোবাল, এসবিএক্স মানি, ডাটা ফেয়ার হোস্টিং, নওয়াব রেস্টুরেন্ট, ছবি ‘স কালেকশন, রাহিলস মেকআপ ওয়াল্ড, সুলতানো ক্যাফে ল্যাকাম্বা, বসন্ত বিলাস ইউএসএসহ বেশ কিছু প্রতিষ্ঠান। সহযোগিতা করেন আফরিন ফারুকী, আওলাদ হোসেন ও মো. জাহিদ হোসেন।