ভিয়েনায় আবদুল গাফ্ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
অমর একুশের গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হেলবেগটাসে গতকাল রোববার (১৯ মে) সন্ধ্যায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অস্ট্রিয়া-বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শফিকুর রহমান বাবুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহী দাস সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম জসিম ও বিল্লাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল প্রমুখ।
এম. নজরুল ইসলাম বলেন, ‘২০০৪ সালে আমার জীবনের একটি বড় পরিবর্তন এনে দিয়েছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী। ওই বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনি একদিন ফোনে আমাকে বললেন, “এবার স্বাধীনতা দিবস উপলক্ষে তুমি পত্রিকার জন্য একটা প্রবন্ধ লেখ। ডাকযোগে আমার কাছে পাঠাও। আমি দেখে ঠিক করে দেব। তারপর তা তুমি পত্রিকায় পাঠাবে। ওরা ছাপাবে।” তাঁর কথায় আমি লিখেছিলাম। তিনি দেখে একটু যোগ-বিয়োগ করে আমার কাছে ফেরত পাঠিয়েছিলেন। আমি তা ফ্রেশ করে লিখে ঢাকা ও লন্ডনের পত্রিকায় পাঠিয়েছিলাম। ছাপা হয়েছিল। তারপর আরও পাঁচটি প্রবন্ধ তিনি দেখে দিয়েছিলেন। এরপর আর দেখে দিতে হয়নি। তাঁর প্রেরণা ও আশীর্বাদে এখন আমি পত্রিকায় নিয়মিত লিখে যাচ্ছি। তাঁর কাছে আমার অন্তহীন ঋণ।’
বিশেষ অতিথি খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ‘আবদুল গাফ্ফার চৌধুরী সারা জীবন বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।’
অনুষ্ঠানের শেষ পর্বে আবদুল গাফ্ফার চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।