ম্যানিলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন করেছে ম্যানিলার বাংলাদেশ দূতাবাস। দিবসটি পালন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই দিন সকালে বাংলাদেশ হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ছয়টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। তারপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও ফিলিপাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা পুষ্পস্তবক অর্পণ করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন শুরুতেই মহান ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে তিনি জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি লাভের প্রেক্ষাপট তুলে ধরেন। তারপর রাষ্ট্রদূত ২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে ভাষার শক্তিকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য আহ্বান জানান। পরিশেষে ফিলিপাইনে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]