সমুদ্রের নাম বদলালেন ট্রাম্প : নানা গুঞ্জন  

‘গালফ অব আমেরিকা’ সৈকতে ট্রাম্প–সমর্থকছবি: লেখের পাঠানো

ট্রাম্পের নির্বাহী ফরমানের উত্তাল তরঙ্গে ভাসছে আমেরিকা। হোয়াইট হাউসের ঢেউয়ের আঘাতে সমুদ্রের নামও বদলে গেল। জলে-স্থলে অভিযানের বারুদের গন্ধে ভীত প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তাঁর অভিষেক হওয়ার পরপরই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যাতে ‘গালফ অব ম্যাক্সিকো’কে নতুন নামে ‘গালফ অব আমেরিকা’ ডাকতে বলা হয়েছে।

এ নতুন নামটি কোড করতে স্বরাষ্ট্র বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাম্প আশ্রয়ের প্রবেশাধিকার বন্ধ করতে সীমান্তে ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছেন। হোয়াইট হাউস থেকে আগামী ৩০ দিনের মধ্যে এ আদেশ বিদ্যুৎ–গতিতে পালন করতে উপকূলরক্ষী বাহিনী, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব ডিফেন্স টিমমেটদের আদেশ দেওয়া হয়েছে।

সামুদ্রিক গণ–অভিবাসন রোধ ও প্রতিরোধ করতে ফ্লোরিডার হাইতি ও কিউবা থেকে আলাস্কা হয়ে হাওয়াই-গুয়ামের মার্কিন অঞ্চল, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের কমনওয়েলথ, আমেরিকান সামোয়া, পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ; বাহামা এবং দক্ষিণ ফ্লোরিডা প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্র ও মেক্সিকো জলসীমা, আমেরিকা উপসাগরে টেক্সাস এবং মেক্সিকো, দক্ষিণ-পশ্চিম মার্কিন সীমান্তের সামুদ্রিক অংশে কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা জোরদার করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব ডিফেন্স টিমমেটদের সাথে সমন্বয় করে সীমান্তে পৌঁছানোর আগেই অবৈধ অভিবাসন, মাদক চোরাচালান এবং অন্যান্য সন্ত্রাসী বা শত্রুতামূলক কার্যকলাপ শনাক্ত করতে প্রতিরোধ ব্যূহ গড়ে তোলা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।

আমেরিকার জনগণের মধ্যে ট্টাম্পের এ নির্বাহী আদেশের ঝড় নিয়ে সংশয়-সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। তাঁরা মনে করেন দুটি দলের আধিপত্যপূর্ণ রাজনৈতিক ব্যবস্থায় সব সময়ই দেখা যায় একজন বিজয়ী রাজনৈতিক প্রার্থী প্রচারণার প্রতিশ্রুতির অনুমোদনের স্ট্যাম্প হিসেবে তাঁর সাফল্যকে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকেন।

এদিক থেকে ট্রাম্পের উদ্বোধনী ভাষণের সত্য-নিরীক্ষা (ফ্যাক্ট চেকিং) যাচাই করতে গিয়ে আমেরিকার বনেদি সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের উদ্বোধনী ভাষণটি ছিল স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের অনুরূপ। প্রস্তাবনা এবং পরিকল্পনার একটি সত্য-মিথ্যা মিশ্রিত দীর্ঘ তালিকা। ট্রাম্পের ভাষণে কী ভুল বা বিভ্রান্তিকর ছিল, তার একটি দ্রুত সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে ওয়াশিংটন পোস্ট লিখেছে, তাঁর (ট্রাম্প) বক্তৃতায় যে ক্রমে তিনি দাবিগুলো করেছিলেন, ‘আমরা বাগাড়ম্বরকে উপেক্ষা করে একটি মতামত হিসেবে প্রকাশ করার চেষ্টা করেছি বিচার বিভাগ এবং আমাদের সরকারের জঘন্য, হিংসাত্মক এবং অন্যায্য অস্ত্রের অবসান হবে।’ ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করার জন্য মার্কিন সরকারের সম্পদ ব্যবহার করে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য ‘অস্ত্রীকরণ’ কোড উল্লেখ করেছেন। এমন কোনো প্রমাণ নেই যে বাইডেন বিচার বিভাগ বা স্থানীয় প্রসিকিউটরদের ট্রাম্পের বিচারের জন্য নির্দেশ দিয়েছেন এবং পদক্ষেপগুলো হিংসাত্মক ছিল না।

এটি আমাদের মহৎ আইন মেনে চলা আমেরিকান নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু বিপজ্জনক অপরাধীদের জন্য অভয়ারণ্য এবং সুরক্ষা প্রদান করে, অনেক কারাগার এবং মানসিক প্রতিষ্ঠান থেকে যারা অবৈধভাবে সারা বিশ্ব থেকে আমাদের দেশে প্রবেশ করেছে। এ বিবৃতিটি ট্রাম্পের প্রচারাভিযানের বক্তৃতার একটি নিয়মিত প্রধান বিষয় ছিল। তবে অভিবাসন বিশেষজ্ঞরা জানেন যে অন্য দেশগুলো তাদের কারাগার এবং মানসিক প্রতিষ্ঠানগুলো খালি করার জন্য কোনো প্রচেষ্টা চালাচ্ছে না। এ দাবিটি ট্রাম্প আবিষ্কার করেছেন বলে মনে হচ্ছে। তিনি বলেছেন, ‘আমাদের একটি সরকার আছে, যে বিদেশি সীমানা প্রতিরক্ষার জন্য সীমাহীন তহবিল দিয়েছে, কিন্তু আমেরিকান সীমানা বা আরও গুরুত্বপূর্ণ, তার নিজের জনগণকে রক্ষা করতে অস্বীকার করে।’

রাশিয়া-ইউক্রেনকে আক্রমণের পর ট্রাম্প সাহায্যের কথা উল্লেখ করছেন বলে মনে হচ্ছে, তবে সাহায্যের বিষয়ে সীমাহীন কিছুই হয়নি। কংগ্রেস, দীর্ঘ বিতর্কের পর অর্থ বরাদ্দ করেছে, যার বেশির ভাগ আমেরিকান উপকৃত হয়েছিল। ফ্যাক্ট চেকার-ইউক্রেন এবং ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ পরীক্ষা করেছে, যা এপ্রিলে অনুমোদিত হয়েছিল। এতে দেখা যায় প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্রে অস্ত্র প্রস্তুতকারকদের কাছে স্টক পূরণ করতে বা অস্ত্র সরবরাহ করতে বা যুক্তরাষ্ট্র এবং বিদেশে প্রতিরক্ষা বিভাগের কার্যক্রমে অর্থায়ন করতে ব্যয় হয়েছিল। এ ছাড়া ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগ (DOGE)–এর দুই ধনকুবের নেতার মধ্যে একটি গভীর দার্শনিক ফাটল মাস্ককে গ্রুপটি চালানোর জন্য ছেড়ে দেওয়া হয় বলে নানা সংবাদমাধ্যমে উঠে এসেছে। পরিস্থিতি সম্পর্কে জানা অনেক লোকের মতে, সরকারি দক্ষতা বিভাগ (DOGE) পুনর্গঠনে শক্তিশালী করতে আনা বিবেক রামাস্বামীর প্রস্থানকে ইলন মাস্কের সাথে রামাস্বামীর মতবিরোধকে প্রধান করে তোলে।