মেলবোর্নে ৯৬৯৮ মিলনমেলা অনুষ্ঠিত

গত রোববার (১৯ মে), ৯৬–৯৮ অস্ট্রেলিয়ার উদ্যোগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গানের আড্ডা নামে এক মিলনমেলার আয়োজন করা হয়। সংগঠনটির মেলবোর্ন শাখার অ্যাডমিন আবু আলমের (তান্নু) তত্ত্বাবধানে ও অন্যান্য সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে দিনটি উদ্‌যাপিত হয়।

9698 AUSTRALIA®মূলত, বাংলাদেশের ১৯৯৬-৯৮ শিক্ষাবর্ষে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করা এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করা শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে তোলা একটি ব্যাচ-ভিত্তিক প্ল্যাটফর্ম।

স্থানীয় একটি ফার্ম হাউসে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমেই গ্রুপের সব বন্ধু মঞ্চে এসে একে একে তাঁদের নিজেদের পরিচয় দেন। অনেক বন্ধু ও তাঁদের পরিবার নিয়ে আসেন চটপটি, মিষ্টি ,দই, ক্ষীর, কেক, চা, চানাচুরসহ অনেক মজার মজার খাবার। দুপুরের খাবার পরিবেশনের পরে শুরু হয় অনবদ্য এক  সাংস্কৃতিক আয়োজন। কোনো রকম পূর্বপ্রস্তুতি ছাড়াই ’৯৬–৯৮ এর বন্ধুরা একের পর এক চমৎকার সব পরিবেশনা করেন। অসাধারণ উপস্থাপনার সাথে সাথে অসাধারণ গান পরিবেশন করেন মম মজিদ। গিটার বাজিয়ে একের পর এক ৮০ এবং ৯০ দশকের ব্যান্ডের গানের মনমাতানো পরিবেশনা করে আবু আলম (তান্নু) সবাইকে নিয়ে যান পুরোনো দিনের স্মৃতিতে। মুশফিকা আহমেদ লাবনী এবং শোয়েব ইলিয়াসের পূর্ণেন্দু পত্রীর কথোপকথন সত্যিই প্রশংসার দাবি রাখে। ফয়সাল হাসানের হৃদয় ছোয়া বাঁশির সুরে তৈরি হয় এক নস্টালজিক আমেজ। মনোমুদ্ধকর একক সংগীত পরিবেশনা করেন গ্রুপের সুকণ্ঠী বন্ধু অবনী মাহবুব। এরপর মনোরম এক কবিতা আবৃত্তি করেন ফারজানা শিবলী ফারাহ। এ ছাড়া আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সায়েদা সায়রার একক নৃত্য পরিবেশন।

সর্বশেষ পরিবেশনা ছিল আগত সব বন্ধুর একসঙ্গে কিছু জনপ্রিয় বাংলা গানের সাথে সম্মিলিত গান এবং নাচ।

সাবরিনা কায়সার, সাজেদুল সোহাগ, মোর্শেদ শাহেদ, রিফাত হাসান, নাজমুল আলম, তারানা তারেক, নুজহাত ফারাহ জুলি, সায়েম শিবলী, রাজিয়া খান কুমকুম, বিন্দু আরশিয়া এবং হাশেম বেগসহ আরও অনেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আড্ডা শেষ হয় বিকেল চারটায়। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় ’৯৬–৯৮ বন্ধুদের সংস্কৃতিমনা পরিবারের সদস্যদের, যাঁদের সহযোগিতা ছাড়া এ আয়োজন কখনো সম্ভব ছিল না।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আরিফ ইসলাম জানান, বিভিন্ন রাজ্য মিলিয়ে ৯৬৯৮ অস্ট্রেলিয়া বর্তমানে প্রায় পাঁচ শ সদস্যের এক বিশাল পরিবার। অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতেও এ রকম মিলনমেলার আয়োজন করা হবে। এর আগে কেবল সিডনি শহরেই এর কার্যক্রম ছিল। বিজ্ঞপ্তি

*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]