সিডনিতে বুয়েটিয়ানদের ট্যালেন্ট শো

অনুষ্ঠানে ছোটদের অংশগ্রহণছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার ‘বুয়েট ট্যালেন্ট শো ২০২২’। ৬ আগস্ট সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার ও ফাংশন সেন্টারে আয়োজিত হয় অনুষ্ঠানটি। দেশটিতে বসবাসরত বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবার নিয়ে প্রথমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সাজানো হয়েছিল বুয়েটজীবনের চার বছরের চার রকমের অধ্যায় ও অভিজ্ঞতার আলোকে। অনুষ্ঠানমালায় ছিল গান, নাচ, কবিতা, নাটক, বিতর্ক, গল্প ও কৌতুক পরিবেশনা দিয়ে। এ আয়োজনে আরও ছিল আলোকচিত্র এবং শিল্প প্রদর্শনী। এ ছাড়া গত জুন মাসে প্রাক্তন বুয়েটিয়ানদের নিয়ে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ী দলকে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনব্যাপী এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া।

বুয়েটের সাবেকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার সভাপতি সানিয়া শারমিন ও সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।